শিলিগুড়ি, ১৪ অক্টোবরঃ মাত্র নয় বছর বয়সে জাতীয় পর্যায়ে শিলিগুড়ির নাম উজ্জ্বল করল হায়দারপাড়ার খুদে নৃত্যশিল্পী সুকৃতি পাল। জনপ্রিয় রিয়েলিটি শো ‘সুপার ডান্সার ৫’-এর মঞ্চে কয়েক মাসের কঠিন প্রতিযোগিতা ও দর্শক-নেতৃস্থানীয় বিচারকের প্রশংসা কুড়িয়ে প্রথম স্থান অর্জন করেছে সুকৃতি। এবছরের প্রতিযোগিতায় সুকৃতি ছাড়াও আরও একজন শিশু সম-প্রথম স্থান অধিকার করেছে।
মঙ্গলবার শিলিগুড়িতে ফিরে আসার পর সুকৃতির সম্মানে শহরে আয়োজিত হয় এক জাঁকজমকপূর্ণ বিজয় যাত্রা। বাঘাযতীন পার্ক থেকে হায়দারপাড়া পর্যন্ত হুডখোলা গাড়িতে শহর প্রদক্ষিণ করে শুভেচ্ছা গ্রহণ করে ছোট্ট এই নৃত্যশিল্পী। শতাধিক মানুষের ভিড়, স্কুলশিক্ষক,সহপাঠী ও স্থানীয় নৃত্যশিল্পীদের উচ্ছ্বাসে শহর মুখরিত হয়ে ওঠে।
এদিন ওই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি ডেপুটি মেয়র রঞ্জন সরকার, যিনি পুষ্পস্তবক দিয়ে সুকৃতিকে সম্মান জানান। সুকৃতির বাবা, পেশায় স্কুল শিক্ষক, এবং মা শুক্লা পাল আবেগে ভাসমান। শুক্লা পাল বলেন, “মেয়ের সাফল্যে আমরা অত্যন্ত গর্বিত। ও যেন আরও বড় মঞ্চে নিজের প্রতিভা তুলে ধরতে পারে, এটাই কামনা।”
সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকৃতি জানায়, “আমি আরও বড় মঞ্চে নাচতে চাই, নতুন কিছু শিখে দেশ-বিদেশে শিলিগুড়ির নাম পৌঁছে দিতে চাই।” শহরবাসীর কাছে আজ সুকৃতি শুধু প্রতিভার প্রতীক নয়, স্বপ্ন পূরণের প্রেরণা।