গম্ভীরের ‘ডানা ছাঁটা’র প্রক্রিয়া শুরু! রোহিতদের নতুন ব্যাটিং কোচ নিয়োগ করল বোর্ড

241

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক ১৬ জানুয়ারি, কলকাতা: ইংল্যান্ড সিরিজ়ের আগে ভারতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ করা হলো সীতাংশু কোটাককে। বর্তমানে টিম ইন্ডিয়ার কোচিং স্টাফে রয়েছেন গৌতম গম্ভীর, অভিষেক নায়ার, মর্নি মর্কেল, রায়ান টেন দুশখাতে। এদের মধ্যে বোলিং কোচ হিসেবে মর্নি মর্কেল থাকলেও ব্যাটিং কোচ হিসেবে নির্দিষ্ট কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।

অভিষেক নায়ার দায়িত্ব সামলালেও তিনি আনুষ্ঠানিকভাবে সহকারি কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই পরিস্থিতিতে ব্যাটিং কোচ হিসেবে সীতাংশু কোটাককে নিয়োগ করায় গম্ভীরের উপর চাপ বাড়ল বলেই মনে করা হচ্ছে। ৫২ বছর বয়সি সীতাংশু কোটাক ২০ বছর সৌরাষ্ট্রের হয়ে রনজি খেলেছেন। অধিনায়ক ছিলেন দলের। তাঁর ঘরোয়া ক্রিকেট কেরিয়ার শুরু হয়েছিল ১৯৯২-৯৩ মরশুমে। ২০১৩ সাল পর্যন্ত তিনি খেলেন।

১৩০টি প্রথম শ্রেণির ম্যাচে ৮০৬১ রানের মালিক সীতাংশু। ১৫টি সেঞ্চুরি ও ৫৫টি পঞ্চাশ তাঁর ঝুলিতে।  ক্রিকেট কেরিয়ার শেষে তিনি দীর্ঘদিন এনসিএতে কাজ করেছেন ব্যাটিং কোচ হিসাবে। সিনিয়র দল এবং ভারতীয় এ দলের হয়ে বেশ কয়েকবার বিদেশ সফরেও দেখা গিয়েছে সীতাংশুকে। গত বছর ভারতীয় এ দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন তিনি।

২০২৩ সালে জশপ্রীত বুমরাহর নেতৃত্বে ভারতীয় দল আয়ারল্যান্ড সফরে গিয়েছিল, সেখানেও ব্যাটিং কোচ ছিলেন সীতাংশু। এই সমস্ত বিষয় মাথায় রেখেই ভারতীয় দলের নতুন ব্যাটিং কোচ হিসাবে বেছে নেওয়া হল সীতাংশুকে। জানা গিয়েছে, চলতি মাসে ইংল্যান্ড সিরিজ থেকেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারতীয় ক্রিকেট দল। বর্ডার-গাভাসকার ট্রফির পর টিম ইন্ডিয়া এই প্রথমবার কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নামবে।