চাকরিপ্রার্থীদের বিক্ষোভে উত্তাল এমএলএ হস্টেল চত্বর, তুলে নিয়ে গেল পুলিশ

0
58

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২ অগাস্ট, কলকাতাঃ নিয়োগের দাবিতে এবার কলকাতার এম এলে হস্টেলের গেটের সামনে বিক্ষোভে শামিল হলেন চাকরিপ্রার্থীরা। টেনেহিঁচড়ে তাঁদের সরানোর চেষ্টা পুলিশের। ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি কিড স্ট্রিটে।

এদিন সকাল ১০টা নাগাদ হস্টেলের গেট আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন চাকরিপ্রার্থী। কোনওভাবেই যাতে এমএলে হস্টেল থেকে বিধায়করা বের হতে না পারেন তারজন্য আটকে দেওয়া হয় হস্টেলের গেট। ফলে দীর্ঘক্ষণ এলএলএ হস্টেলের ভিতরেই আটকে পড়েন বিধায়করা।

চাকরিপ্রার্থীদের অভিযোগ মণিপুর নিয়ে চিন্তিত সরকার, অথচ ৮৭১ দিন চাকরিপ্রার্থীরা আন্দোলন চালিয়ে গেলেও কোনও ভ্রুক্ষেপ নেই সরকারের। তাঁদের দাবি ছিল, বুধবারই বিধানসভায় আলোচনা করতে হবে তাঁদের নিয়োগ নিয়ে। তাঁরা এই বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করারও দাবি তোলেন।

খবর পাওয়া মাত্রই লালবাজার থেকে ঘটনাস্থলে চলে আসে বিরাট পুলিশ বাহিনী। মাইকিং করে চাকরিপ্রার্থীদের ধর্না তুলে নিতে অনুরোধ করেন পুলিশ কর্তারা। পাল্টা হিসেবে আন্দোলনে অনড় থাকার কথা জানিয়ে দেন চাকরিপ্রার্থীরা। এরপরেই হস্টেলের গেটের সামনে থেকে চাকরিপ্রার্থীদের টেনে হিঁচড়ে নিয়ে যায় পুলিশ। ধস্তাধস্তিতে বেশ কয়েকজন চাকরিপ্রার্থী অসুস্থ হয়ে পড়েন।

ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে সেখানে। ঘটনার নিন্দায় সরব হন বিজেপি বিধায়ক নিলাদ্রীশেখর দানা, শংকর ঘোষেরা। তাঁরা রাজ্য সরকাারের ভূমিকার সমালোচনা করেন। হস্টেলের বাইরে এমন বিক্ষোভ নিয়ে বিধানসভায় অসন্তোষ প্রকাশ করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, ৮৭১ দিনে পড়েছে নবম থেকে দ্বাদশ ২০১৬-র এসএলএসটি চাকরিপ্রার্থীদের ধর্না। মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে ধর্না চালিয়ে যাচ্ছেন তাঁরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here