দুরন্ত এক্সপ্রেসের চাকা থেকে বেরিয়ে আসছে ধোঁয়া! প্রবল আতঙ্ক যাত্রীদের মধ্যে

112

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২২ জুলাই, নয়াদিল্লি: দুরন্ত এক্সপ্রেসের চাকায় আগুন। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ল যাত্রীদের মধ্যে। সোমবার সকালে পশ্চিম বর্ধমানের কাঁকসার রাজবাঁধ স্টেশনের কাছে এই ঘটনায় আলোড়ন পড়ে যায়।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইঞ্জিনের পরের বগিটির নীচ থেকে যাত্রীরা হঠাৎ ধোঁয়া বের হতে দেখেন। সেই কারণেই আতঙ্কে পড়ে যান যাত্রীরা।

পানাগড় স্টেশন পার হওয়ার পর বিষয়টি রেলের আধিকারিকদের জানানো হয়। তৎক্ষণাৎ ট্রেনের চালককে খবর দেওয়া হয়। সকাল ১০টা ১৩ নাগাদ কাঁকসার রাজবাঁধ স্টেশনে ট্রেনটিকে দাঁড় করিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে রেলের আধিকারিকরা আগুন নেভানোর চেষ্টা চালায়।

রেল সূত্রে জানা গিয়েছে, চাকার সঙ্গে ব্রেক বাইন্ডিংয়ের সমস্যা হওয়ায় অতিরিক্ত ঘর্ষণে আগুন লেগেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে দুরন্ত এক্সপ্রেস গন্তব্যস্থলের দিকে রওনা দেয়। কিন্তু এই ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে ভারতীয় রেল। প্রশ্নের মুখে যাত্রী সাছন্দ্য এবং নিরাপত্তা।

চলতি বছরের জুন মাসে ভয়াবহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনা ঘটে। বেশ কয়েকজন যাত্রীর মৃত্যু হয়। সম্প্রতি উত্তরপ্রদেশে লাইনচ্যুত হয় ডিব্রুগড় এক্সপ্রেসের একাধিক কোচ। চারজনের মৃত্যু হয়। রবিবার রাতে রানাঘাটে লাইনচ্যুত হয় একটি মালগাড়ি।