স্কুল থেকে উদ্ধার ৩০ টি গোখরোর বাচ্চা , নিয়ে গেলেন পরিবেশপ্রেমীরা

45

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৪ জুলাই, জলপাইগুড়ি: জলপাইগুড়ি মারোয়ারী বালিকা বিদ্যালয় থেকে দু দফায় মোট ৩০ টি গোখরো সাপের বাচ্চা উদ্ধার হয়েছে। বাচ্চা উদ্ধার হলেও খোঁজ পাওয়া যায়নি বড় সাপের। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ছাত্রী থেকে শিক্ষিকা সহ অভিভাবক মহলে।

জানা গেছে, গত কয়েকদিন ধরে জলপাইগুড়ি মারোয়ারী বালিকা বিদ্যালয়ে মাঝেমধ্যে সাপের বাচ্চা দেখা যাচ্ছিল। এরপর সোমবার বিকেলে স্কুলে গোখরো সাপের খোলস দেখা যায়। স্কুলের পক্ষ থেকে খবর দেওয়া হয় স্বেচ্ছাসেবী সংস্থা গ্রীন জলপাইগুড়িতে।

খবর পেয়ে ছুটে আসেন গ্রীন জলপাইগুড়ির সম্পাদক অঙ্কুর দাস। এরপর তিনি স্কুলের বিভিন্ন জায়গা থেকে ২০ টি গোখরো সাপের বাচ্চা উদ্ধার করেন। এরপর সন্ধ্যা নাগাদ স্কুলে আবার সাপের বাচ্চা দেখা যায়। ফের খবর দেওয়া হয় অঙ্কুর দাসকে। তিনি আবার এসে আরও ১০ টি গোখরো সাপের বাচ্চা উদ্ধার করে নিয়ে যান। এতগুলি সাপ উদ্ধারে আতঙ্ক ছড়িয়েছে বিদ্যালয়ে।

এ বিষয়ে স্কুলের শিক্ষিকারা বলেন, “গতকাল আমাদের স্কুল থেকে প্রায় ৩০ টি সাপের বাচ্চা উদ্ধার হয়েছে। তাই আতঙ্কে আছি। আমরা স্কুলে এসেছি কিন্তু ছাত্রীদের নিরাপত্তার জন্য আমরা বৃহস্পতিবার পর্যন্ত স্কুল বন্ধ রেখেছি। যদি কোন ছাত্রী স্কুলে চলে আসে তাহলে তাকে আমরা আবার ফিরিয়ে দিচ্ছি।”

অপরদিকে স্কুলের কর্মী শম্ভু রায় বলেন, “গত কয়েকদিন ধরে স্কুলে আমরা মাঝেমধ্যে সাপের বাচ্চা দেখতে পাচ্ছিলাম। তারপর সাপের খোলস দেখি। এরপর আবার সাপের বাচ্চা দেখতে পাই। এরপর আমরা অঙ্কুর দাসকে খবর দেই।”

এই বিষয়ে পরিবেশ কর্মী অঙ্কুর দাস বলেন, “সাপের খোলস দেখে মনে হচ্ছে এটি পূর্ণবয়স্ক গোখরো সাপ। এরা একসাথে অনেক ডিম পাড়ে। ৩০ টির বেশি ছানা ফোটাতে পারে। আমরা দু দফায় মোট ৩০ টি সাপের বাচ্চা উদ্ধার করলাম। আরও বাচ্চা থাকতে পারে। বড় সাপও এখানে থাকতে পারে। তাই স্কুলে আগামীকাল আরও ভালো করে তল্লাশি চালাবার প্রয়োজন আছে।”