খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৬ জুলাই, জলপাইগুড়ি: একসাথে স্কুল থেকে ৩৮টি গোখরো সাপ উদ্ধারের পর জলপাইগুড়ি শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। এর ঠিক পরেই ফের একটি বাড়ির খরগোশের খাঁচার কাছে একটি বিশাল আকৃতির দাঁড়াশ সাপ উদ্ধার হল। দুই ঘটনায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
পরিবেশ কর্মী অঙ্কুর দাসের নেতৃত্বে সেই সাপ উদ্ধার করতে সফলতা পায়। জলপাইগুড়ি পুরসভার 12 নম্বর ওয়ার্ডের অন্তর্গত পান্ডাপাড়া এলাকাতে একটি বাড়ির খরগোশের খাঁচার পাশ থেকে বিশাল আকৃতির একটি দাঁরাশ সাপ উদ্ধার করলো গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠন। তারা খবর পাওয়ার সাথে সাথেই সাপটিকে উদ্ধার করে নিরাপদ জায়গায় ছেড়ে দেয় ।
যদিও জানা গেছে সাপটি খরগোশের কোনও ক্ষতি করেনি। ওই এলাকায় ভিড়জমে যায় সাপটিকে দেখতে। সাপটিকে উদ্ধারের পর স্বস্তির নিঃশ্বাস ফেলেন ওই বাড়ির বাসিন্দারা সহ এলাকার লোকজনেরা।