খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২২ জুলাই, কলকাতা: দ্বিতীয় বিয়ে সারলেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। রবিবারের অনুষ্ঠানে খুব বেশি জাঁকজমক ছিল না ৷ নিতান্তই ঘরোয়া অনুষ্ঠানে স্বাক্ষর করেই শেষ হয় বিবাহ-অনুষ্ঠান। ঘরোয়া আয়োজনে স্নেহাশিসের বেহালার ফ্ল্যাটেই বসেছিল আইনি বিয়ের আসর। ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতে শুভকাজটা সেরে ফেললেন দুজনে।
৪৭ বছর বয়সী অর্পিতারও এটি দ্বিতীয় বিয়ে। তিনি কলকাতার এক পরিচিত শিল্পোদ্যোগীর প্রাক্তন স্ত্রী। তিনি নিজেও পেশায় একজন সফল ব্যবসায়ী। গতকাল রং মিলিয়ে হলুদ পাঞ্জাবি ও শাড়িতে সেজেছিলেন নবদম্পতি। আইনি বিয়ের পর মালাবদল, সিঁদুরদান হয়েছে।
তবে সূত্রের খবর এই বিয়েতে গঙ্গোপাধ্যায় পরিবারের কেউ সামিল হননি। মা নিরুপা গঙ্গোপাধ্যায় অসুস্থ, তাই বিয়েতে যোগ দেননি। রেজিস্ট্রির দিন দেখা মিলল না সৌরভ ও ডোনার। কাজের কারণে সৌরভ রয়েছেন দেশের বাইরে ও ডোনা ব্যস্ততার কারণে বিয়েতে যোগ দেননি বলে খবর। আগামী ৭ অগস্ট ইএম বাইপাস লাগোয়া একটি হোটেলে বসবে প্রীতিভোজের আসর।
সেই নিমন্ত্রণপত্রে সৌরভ ডোনার নাম ব্যবহার করা হয়েছে যা নিয়ে বিতর্ক রয়েছে। রিসেপশনেও সৌরভ ডোনা থাকবেন, এমন নিশ্চয়তা নেই। সৌরভের ঘনিষ্ঠ সূত্রে দাবি, রিসেপশন থেকেও হয়তো দূরেই থাকবেন সৌরভ ডোনা। দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন স্নেহাশিস-অর্পিতা। বছরখানেক ধরে লিভ ইনও করেন। অর্পিতার সঙ্গে সম্পর্ককে আইনি স্বীকৃতি দিলেন সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।