খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৭ জুলাই, মালদা: মালদার বামনগোলায় বিজেপি কর্মীর রহস্যমৃত্যুর ঘটনায় গ্রেপ্তার পুত্র ও পুত্রবধূ। পুলিশ সূত্রে খবর, রাজনৈতিক নয় পারিবারিক বিবাদেই খুন হন ওই বৃদ্ধ।
রবিবার সকালে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার করেছিল পুলিশ। গ্রামবাসীদের অভিযোগ, বিজেপি কর্মী বুরন মুর্মুকে মারধর দিয়ে খুন করে ঝুলিয়ে দিয়েছে তাঁর ছেলে বিপ্লব মুর্মু ও বৌমা শর্মিলা মুর্মু্। গ্রাম পঞ্চায়েত নির্বাচনে মালদা জেলার বামনগোলা ব্লকের কইনা দিঘি এলাকায় শর্মিলা মুর্মু প্রার্থী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের। বুরন মুর্মু প্রচার করেছিলেন বিজেপি প্রার্থীর হয়ে। বিজেপি প্রার্থীর কাছে হেরে যান শর্মিলা। ফল ঘোষণার পর শনিবার রাতে বাবাকে মারধর দিয়ে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠে ছেলের বিরুদ্ধে।
ঘটনার তদন্তে নামে বামনগোলা থানার পুলিশ। ঘটনার পর থেকে বিজেপি কর্মীর ছেলে বিপ্লব মুর্মু ফেরার হয়ে যায়। তাই খুনের সন্দেহ আরও প্রকট হয়। পুলিশ পুত্রবধূকে আটক করে রবিবারই। ছেলে বিপ্লব মুর্মুকেও রবিবার গ্রেপ্তার করে পুলিশ। সোমবার তাদের তোলা হয় মালদা জেলা আদালতে।