খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২ জুলাই, বানারহাট: ছেলের হাতে খুন মা। রবিবার রাতে বানারহাট ব্লকের ধূপগুড়ি থানার অন্তর্গত সাকোয়াঝোরা-১ গ্রাম পঞ্চায়েতের বাংকুবাজার এলাকার ঘটনা। মৃত মহিলার নাম ভাদো ওরাওঁ (৬২)। অভিযুক্ত ছেলেকে আটকে রেখে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া এলাকায়। অভিযুক্ত ছেলের নাম প্রসেনজিৎ ওরাওঁ।
জানা গিয়েছে, গতকাল সকালেও একবার মায়ের উপর চড়াও হয়েছিল সে। সকালে তার মাকে আঘাত করলে তার মাথা ফেটে যায়। রাতে ফের মা-বাবার উপর চড়াও হয় ছেলে। মায়ের বুকে ক্রমাগত লাথি চালায়। বাবা বাঁচাতে এলে তাঁর গলা চেপে ধরে। ছেলের লাথিতে মৃত্যু হয় মার।
স্থানীয়রা ছেলেকে আটকে রেখে পুলিশে খবর দেন।খবর পেয়ে ধুপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করেন। গ্রেপ্তার করা হয় প্রসেনজিৎকেও। বাবা বন্ধন ওরাওঁ জানিয়েছেন, ছেলে নেশা করে প্রায়শই মারধর করত তাঁদের। ঘটনার তদন্তে নেমেছে ধূপগুড়ি থানার পুলিশ।