খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৯ অগাস্ট, বহরমপুরঃ কংগ্রেসের টিকিটে পঞ্চায়েত ভোটে জয়ের পরেই দলবদল। তৃণমূলে যোগ দেওয়ার পরই বিজয়ী প্রার্থীর ছেলেকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল মুর্শিদাবাদের খড়গ্রামের রুহিগ্রামে। কে বা কারা খুন করল, তা এখনও স্পষ্ট নয়।
মৃতের নাম হুমায়ুন কবীর(২১)। জানা গিয়েছে, মঙ্গলবার চায়ের দোকানে বসেছিলেন তিনি। অভিযোগ, সেই সময় বেশ কয়েকজন দুষ্কৃতী তাঁকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। জখম হন ওই যুবকের আত্মীয় মাসুদ খামারুও। দু’জনকে গুরুতর আহত অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা হুমায়ুনকে মৃত বলে ঘোষণা করেন।
মৃতের মা সানোয়ারা বেওয়া কংগ্রেস থেকে ভোটে জিতেছিলেন। গত রবিবার তিনি ফের তৃণমূলে ফিরে আসেন। বুধবার সাদল গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন হয়৷ তারপরেই তাঁর ছেলেকে খুন করা হয় বলে অভিযোগ। কে বা কারা এই কাজ করল, তা এখনও জানা যায়নি। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। খড়গ্রাম থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।