প্রয়াত বাবার জন্মদিনে দুঃস্থ ও ভবঘুরেদের খাবার ও কম্বল বিতরণ করলো পুত্র শুভঙ্কর দেব

49

দিনহাটা, ১৬ জানুয়ারিঃ প্রয়াত বাবার জন্মদিন অসহায় দুঃস্থ ও ভবঘুরেদের খাবার ও শীতবস্ত্র প্রদান করলো পুত্র। মঙ্গলবার দিনহাটা শহরের সাহেবগঞ্জ রোডে সহ দিনহাটা শহরের বিভিন্ন এলাকার অসহায় ও দুঃস্থদের হাতে খাবার ও কম্বল বিতরণ করেন পুত্র শুভঙ্কর দেব। এদিন  প্রায় ২০ জন দুঃস্থ ও অসহায় মানুষকে খাবার ও কম্বল দেন।

জানা গেছে, ২০২১ সালে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় শম্ভু দেবের। তারপর থেকে প্রতিবছর তার পুত্র শুভঙ্কর দেব বাবার জন্মদিন ও মৃত্যু বার্ষিকী পালন করেন। প্রতিবছরের মতো এবারও পৌষ সংক্রান্তিতে বাবার জন্মদিন পালন পুত্র শুভঙ্কর বাবু। আজ তিনি দিনহাটা শহরের দুঃস্থ এবং ভবঘুরেদের মধ্যে রাতের খাবার এবং কম্বল বিতরণ করেন। এদিন তিনি ২০ জন দুঃস্থ অসহায় মানুষকে খাবার ও কম্বল প্রদান করেন বলে জানা গিয়েছে।