খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৯ জুলাই, মুম্বইঃ সোনুর নাম ভাঙিয়ে প্রতারণার ফাঁদ পেতেছিলেন এক বিদেশি মহিলা। বিষয়টি জানতে পেরেই সরাসরি পুলিশে অভিযোগ দায়ের করেন সোনু। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে অনুরাগীদের সতর্কও করে দিলেন সংগীতশিল্পী।
জানা গিয়েছে, সোনুর সঙ্গে দেখা করিয়ে দেবেন, সুযোগ মিলবে তাঁর সঙ্গে সময় কাটানোর— এই মর্মে একটি বিজ্ঞাপন দেন এক বিদেশি মহিলা। দাবি করেন, তিনি গায়কের সমাজমাধ্যমের টিমের সদস্য।
তাঁরা একটি প্রতিযোগিতা আয়োজন করছেন। সেখানেই কিছু ভাগ্যবান অনুরাগী সুযোগ পাবেন গায়কের সঙ্গে একান্ত সাক্ষাতের। সমাজসেবার জন্য কিছু টাকা দান করতে হবে বলেই জানানো হচ্ছে। কেউ দান করতে রাজি হলেও তাঁকে পাঠানো হচ্ছে একটি মেল আইডি। তাতে নির্দিষ্ট পরিমাণ টাকা পাঠাতে বলা হচ্ছে।
এই সমস্ত কথাবার্তার স্ক্রিন শট সোনু নিগম সমাজমাধ্যমে শেয়ার করে অনুরাগীদের সতর্ক করেছেন। পাশাপাশি তিনি পুলিশেও জানিয়েছেন বিষয়টি। তবে এটা প্রথম নয়। এর আগেও গায়কের নাম ভাঙিয়ে ৫০ হাজার টাকা বাজার থেকে তোলেন এক দম্পতি। ওই দম্পতির ব্যাংক অ্যাকাউন্ট সিজ করেছিল পুলিশ।