খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২ নভেম্বর, কলকাতা: পুরনিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম প্রধান সাক্ষীর মৃত্যু। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অন্যতম অভিযুক্ত অয়ন শীলের ঘনিষ্ঠ প্রমোটার সৌমিক চৌধুরীর। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, সল্টলেকের বাড়িতেই মৃত্যু হয়েছে সৌমিকের। সৌমিক অয়ন শীলের ব্যবসার অংশীদারও ছিলেন। ইডি ও সিবিআই-এর কাছে সৌমিক ছিলেন অন্যতম প্রধান সাক্ষী।
তাঁকে হেফাজতে না নিলেও একাধিক বার জিজ্ঞাসাবাদ করেছেন ইডির তদন্তকারী আধিকারিকেরা। পুরসভায় নিয়োগ দুর্নীতির মামলায় বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যও সৌমিকের থেকে পেয়েছেন তদন্তকারীরা। পুরনিয়োগ দুর্নীতির মামলায় সিবিআইয়ের তদন্ততেও বার বার উঠে এসেছে সৌমিকের প্রসঙ্গ। চলতি বছরের জুলাই মাসে সিবিআইয়ের জমা দেওয়া চার্জশিটেও রয়েছে তাঁর নাম।
সিবিআইয়ের দাবি, অয়নের বন্ধু এবং এজেন্ট ছিলেন এই সৌমিক। তিনি ১০-১২ জনকে বিভিন্ন পুরসভায় চাকরি দিয়েছেন বলে অভিযোগ। অয়ন গ্রেফতার হতেই বেপাত্তা হয়ে যান সৌমিক। গত বছরের ২০ মার্চ গ্রেফতার হয়েছিলেন অয়ন। এরপর গা ঢাকা দেন সৌমিক ওরফে বাপ্পা।
পুর নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত ছিলেন সৌমিক। আসলে অয়ন একাধিক এজেন্টের মাধ্যমে এই টাকা তোলার কাজগুলি করতেন বলে অভিযোগ। তারই অন্যতম সহযোগী ছিলেন এই সৌমিক। তাই সৌমিকের মৃত্যুর ফলে ইডির দায়ের করা মামলায় অয়ন কিছুটা স্বস্তি পেতে পারেন বলে মনে করছেন সৌমিকের আইনজীবী সঞ্জীব দাঁ।