স্বপ্নভঙ্গ ইংল্যান্ডের, মহিলাদের ফুটবলে বিশ্বসেরা স্পেন

7

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২১ অগাস্টঃ ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবার বিশ্বজয়ের স্বাদ পেল স্পেন। অস্ট্রেলিয়ার মাটিতে ফাইনালে হেরেই মাঠ ছাড়তে হল ইংল্যান্ডকে। গত বছর মহিলাদের ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কাছে অতিরিক্ত সময়ে হারতে হয়েছিল স্পেনকে। সেই হারের বদলা নিলেন স্প্যানিশ মহিলারা।

অধিনায়ক ওলগা কার্মানোর একমাত্র গোলেই বিশ্বজয়ের নয়া ইতিহাস রচনা করল স্পেন। তবে আরও বড় ব্যবধান জিততেই পারত তারা। যদি না দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল হাতছাড়া করতেন জেনিফার হারমোসো।রবিবারের মেগা ফাইনালের শুরুটা একেবারে ফেভারিটদের মতোই করেছিল ইংল্যান্ড।

প্রথম ১৫ মিনিট মাঝমাঠের দখল নিয়েছিল ইংল্যান্ড। স্পেনের ডিফেন্সকে রীতিমতো চাপে ফেলে দিয়েছিলেন তাঁরা। ১৫ মিনিটের মাথায় গোলের সুযোগ এলেও বল বারে লেগে বেরিয়ে যায়। এরপর ধীরে ধীরে খেলা নিজেদের দখলে নিতে শুরু করে স্পেন। ১৮ মিনিটের মাথায় এগিয়ে যাওয়ার সুযোগ আসে স্পেনের কাছে।

বাঁ প্রান্ত থেকে বক্সে বল বাড়ান স্পেনের অধিনায়ক ওলগা। বক্সে অরক্ষিত অবস্থায় বল পান সালমা পারালুয়েলো। কিন্তু ফাঁকা গোলে বল ঠেলতে পারেননি তিনি। সরাসরি মারেন ইংল্যান্ডের গোলরক্ষক ম্যারি আর্পসের হাতে। অবশেষে ২৯ মিনিটের মাথায় বাঁ প্রান্তে বল পান ওলগা। তিনি বক্সের মধ্যে ঢুকে বাঁ পায়ে মাটি ঘেঁষা শট মারেন। এ ক্ষেত্রে গোলরক্ষক আর্পস হাত লাগাতে পারেননি। দ্বিতীয় পোস্ট দিয়ে বল জালে জড়িয়ে যায়। দলকে এগিয়ে দেন ২৩ বছর বয়সি ওলগা। আর তারই সঙ্গে শেষ হয়ে যায় ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের স্বপ্ন।

দ্বিতীয়ার্ধে দু’টি পরিবর্তন করেন ইংল্যান্ডের কোচ উইগম্যান। তার পরেই খেলার গতি বেড়ে যায় ইংল্যান্ডের। ৬৪ মিনিটের মাথায় পেনাল্টি পায় স্পেন। যদিও সেই সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। অনেক চেষ্টা করেও গোল করতে পারেনি ইংল্যান্ড। হেরেই মাঠ ছাড়তে হয় তাদের। স্পেনের তারুণ্যের সামনে হার মানতে হয় ইংল্যান্ডকে।