মঙ্গলেই শপথ নেবেন রাজ্যের সদ্য নির্বাচিত ৪ বিধায়ক, জানিয়ে দিলেন স্পিকার

51

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২২ জুলাই, কলকাতা: রাজ্যপালকে ছাড়াই মঙ্গলবার বিধানসভায় আরও চার সদ্য জয়ী বিধায়ক শপথ নেবেন। জানিয়ে দিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।মানিকতলায় সুপ্তী পাণ্ডে, বাগদায় মধুপর্ণা ঠাকুর, রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারী, রায়গঞ্জে কৃষ্ণ কল‌্যাণী– এই চারজন জিতে এসেছেন উপনির্বাচনে।

তাঁদের শপথ করানোর জন‌্য প্রথামাফিক রাজভবনের কাছে অনুমতি চায় বিধানসভার সচিবালয়। বিধায়কদের শপথগ্রহণ করাতে রাজভবনে চিঠি পাঠিয়েছিল বিধানসভার সচিবালয়। কিন্তু জবাবে রাজভবন যে চিঠিটি বিধানসভার সচিবালয়কে পাঠিয়েছে, তাতে শপথগ্রহণ সংক্রান্ত কোনও কথা বলা হয়নি। বদলে, দু’টি প্রশ্নের জবাব জানতে চেয়েছে রাজভবন।

প্রথমত, গত উপনির্বাচনে জয়ী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকারের শপথবাক্য পাঠ করানোর জন্য রাজ্যপাল বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে নিজের প্রতিনিধি হিসাবে নিয়োগ করেছিলেন। কিন্তু বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে রাজ্যপাল জানতে পেরেছেন, সায়ন্তিকা এবং রেয়াতকে শপথগ্রহণ করিয়েছেন স্পিকার বিমান। রাজভবনের প্রশ্ন, ওই খবর কি সত্যি?

রাজভবনের দ্বিতীয় প্রশ্ন, বিধানসভার অধিবেশন ‘মুলতবি’ না করে বার বার ‘স্থগিত’ করা হচ্ছে কেন? গত শুক্রবার সেই চিঠির জবাব দিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, কোন পরিস্থিতিতে সায়ন্তিকা আর রেয়াতের শপথ হয়েছে। এ প্রসঙ্গে বিধানসভার পরিষদীয় রীতির কথা উল্লেখ করেন স্পিকার। তাতে জানানো হয়েছে, রাজ্যপাল ডেপুটি স্পিকারকে শপথ পাঠের দায়িত্ব দিয়েছিলেন।

কিন্তু রীতি অনুযায়ী, অধিবেশন চলাকালীন স্পিকার সেখানে থাকলে ডেপুটি স্পিকার শপথ পড়াতে পারেন না। তাই সেই নিয়ম মেনে স্পিকারকেই বিধায়কদের শপথের দায়িত্ব তুলে দেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। তাই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সেই দায়িত্ব পালন করেছেন। এর পর শপথ নিয়ে রাজ্যপালের তরফে আর পরবর্তী কোনও সিদ্ধান্তের কথা জানানো হয়নি। এই পরিস্থিতিতে সোমবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, মঙ্গলবার দুপুর ১টায় ৪ সদ্য জয়ী বিধায়কের শপথ।