খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৪ জুলাই, জলপাইগুড়ি: এগিয়ে আসছে পঞ্চায়েত ভোট, জেলায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বিশেষ অভিযান শুরু করল পুলিশ। হাতে আর পাঁচদিন, আগামী ৮ জুলাই সমগ্র রাজ্যের সঙ্গে জলপাইগুড়ি জেলাতেও অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চায়েত নির্বাচন।
রাজ্য নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতে চলা এই নির্বাচন অবাধ ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে কলকাতা হাই কোর্টের আদেশ বলে জেলায় এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী, চলছে রুট মার্চ।
এরই মধ্যে রবিবার জলপাইগুড়ি জেলা পুলিশ সুপারের নেতৃত্বে অন্যান্য উচ্চ পদস্থ পুলিশ কর্তাদের সঙ্গে নিয়ে জেলার বিভিন্ন সড়কে চলে বিশেষ নাকা তল্লাশি, এর সঙ্গে ছোটবড় সব হোটেল এবং লজ গুলিতে থাকা আবাসিকদের বিষয়েও চলে তথ্য সংগ্রহ।