“গদর ২” দেখতে চান দ্রৌপদী মুর্মু, বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন রাষ্ট্রপতি ভবনে

0
22670

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১১ অগাস্ট, নয়াদিল্লিঃ শুক্রবার মুক্তি পেয়েছে সানি দেওল ও আমিশা প্যাটেল অভিনীত ‘গদর ২’। এদিনই সেই ছবি দেখার আগ্রহ প্রকাশ করলেন রাষ্ট্রপতি। জানা যাচ্ছে ১৩ অগাস্ট রবিবার দিল্লির রাষ্ট্রপতি ভবনে স্ক্রিনিং হবে এই ছবির।

২০০১ সালে বড়পর্দায় মুক্তি পেয়েছিল ‘গদর: এক প্রেম কথা’। বক্স অফিসে চূড়ান্ত সাফল্য পেয়েছিল এই ছবিটি। সেইসময় ১০০ কোটির বেশি ব্যবসা করেছিল ছবিটি। প্রায় ২২ বছর পর ছবিটির দ্বিতীয় সংস্করণ মুক্তি পেল। তবে ‘গদর’ এর দ্বিতীয় সংস্করণে জুড়েছে আরও দুই নতুন তারকা, উৎকর্ষ শর্মা এবং সিমরত কৌর।

ছবিতে তারা-সাকিনার ছেলে ও বউমার ভূমিকায় অভিনয় করছেন তাঁরা। ইতিমধ্যেই বক্সঅফিসে দারুণ সাড়া ফেলেছে ছবিটি। পরিচালক অনিল শর্মা ‘গদর ২’ ছবিতে দেশপ্রেমের আবেগকে জাগিয়ে তুলেছেন। ১৯৭১ সালের ‘ক্রাশ ইন্ডিয়া মুভমেন্ট’-এর মধ্যে তারা সিং, সাকিনা ও তাদের ছেলে উৎকর্ষ এক হয়ে কীভাবে লড়াই করেছিলেন সেই গল্পই উঠে এসেছে এই ছবিতে।

ছবির শুটিং চলাকলীন আমিশা অভিযোগ তোলেন ছবির সেটের চরম অব্যবস্থা নিয়ে। অভিনেত্রী সমস্ত অভিযোগই আনেন পরিচালক অনিল শর্মার প্রযোজনা সংস্থার বিরুদ্ধে। সেই প্রসঙ্গে মুখও খোলেন অনিল শর্মা। তাঁর দাবি ছিল এই সমস্ত অভিযোগ একেবারে মিথ্যা। এবার সেই ছবি দেখার ইচ্ছেপ্রকাশ করলেন দ্রৌপদী মুর্মু। জানা গিয়েছে, সিনেমার কাস্ট এবং ক্রুরা ১৩ আগস্ট রবিবার নয়াদিল্লিতে রাষ্ট্রপতির জন্য একটি ব্যক্তিগত স্ক্রিনিংয়ের ব্যবস্হা করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here