প্রয়াত শংকর নেত্রালয়ের প্রতিষ্ঠাতা চিকিৎসক এস এস বদ্রীনাথ, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর

0
13

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২১ নভেম্বর, কলকাতাঃ প্রয়াত শঙ্কর নেত্রালয়ের প্রতিষ্ঠাতা বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ সেঙ্গামেদু শ্রীনিবাস বদ্রীনাথ। মঙ্গলবার ভোরে চেন্নাইয়ে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৮৩ বছর। দেশের চক্ষু চিকিৎসার অগ্রগতিতে তাঁর অবদান অনস্বীকার্য। জানা গিয়েছে বার্ধক্যজনিত নানা কারণে বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। এদিন সকালে নিজ বাড়িতেই মৃত্যু হয় তাঁর। চেন্নাইয়ের বসন্তনগর শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

তাঁর প্রয়াণে শোকস্তব্ধ চিকিৎসা মহল। সেঙ্গামেদু শ্রীনিবাস বদ্রীনাথ ১৯৪০ সালের ২৪ ফেব্রুয়ারি চেন্নাইয়ে জন্মগ্রহণ করেন। চেন্নাইতেই পড়াশোনা তাঁর। বদ্রীনাথের এক আত্মীয় চোখে দেখতে পেতেন না। তাই অন্ধ ব্যক্তির যন্ত্রণা, অসহায়তা ভিতর থেকে নাড়া দেয় বদ্রীনাথকে। চক্ষু চিকিৎসক হওয়ার প্রেরণা তিনি ওই ঘটনা থেকেই পেয়েছিলেন বলে জানান।

নিউ ইয়র্ক ও আমেরিকায় পড়াশোনা শেষে ১৯৭০ সালে তিনি দেশে ফিরে আসেন। ১৯৭৪ সালে তিনি শঙ্কর নেত্রালয় প্রতিষ্ঠা করেন। তাঁর স্বপ্ন ছিল স্বল্প টাকায় মানুষকে বিশ্বমানের পরিষেবা দেওয়া। মধ্যবিত্তের কাছে ক্রমেই ভরসার জায়গা হয়ে ওঠে এই প্রতিষ্ঠান। ন্যাশনাল অ্যাকাডেমি অফ মেডিকেল সায়েন্সের সদস্য ছিলেন তিনি।

১৯৯৬ সালে পদ্মভূষণ পুরস্কার পান তিনি। বিশিষ্ট চিকিৎসকের মৃত্যুতে এক্স হ্যান্ডলে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা লেখেন, “ডঃ বদ্রীনাথের মৃত্যু ভারতের চিকিৎসা ক্ষেত্রে গভীর ক্ষতি। বিশেষ করে পশ্চিমবঙ্গে যেখানে তিনি বিশাল অবদান রেখেছেন তার জন্য একটি বড় ক্ষতি। তাঁর পরিবার, বন্ধুবান্ধব, প্রশংসক এবং উত্তরসূরিদের প্রতি আমার সমবেদনা রইল।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here