খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৬ ডিসেম্বর, অ্যাডিলেড: দিনরাতের টেস্ট চলাকালীন আঁধারে ঢাকল অ্যাডিলেড। তৃতীয় সেশনের খেলার সময়ে আচমকাই মাঠের আলো নিভে যায়। মিনিটখানেকের মধ্যেই মাঠে ফের আলো জ্বলে ওঠে। কিছুক্ষণ পরে আবারও নিভে যায় মাঠের ফ্লাডলাইট। সবমিলিয়ে ১০ মিনিটের মধ্যে দুবার আলো বিভ্রাটের সাক্ষী থাকল শুক্রবারের অ্যাডিলেড।
শুক্রবার থেকে শুরু হয়েছে অ্যাডিলেড টেস্ট। দিন রাতের টেস্টে প্রথমে ব্যাট করতে নামে ভারত। ১৮০ রানে ভারতের ইনিংস শেষ হওয়ার পর গোধূলির ঠিক আগে ব্যাটিংয়ের সময় আসে অস্ট্রেলিয়ার। তাদের ব্যাটিং হয় ফ্লাডলাইটের আলোয়। আর সেখানেই ম্যাচের মাঝে বন্ধ হয়ে গেল ফ্লাডলাইট। একবার নয়, দু’বার বন্ধ হল ফ্লাডলাইড।
প্রথমে ফ্লাডলাইন বন্ধ হয় অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে ১৭.২ ওভারের সময়। ক্রিজে ছিলেন নাথান ম্যাকসুইনি ও মারনাস লাবুশানে আর বল করছিলেন হর্ষিত রানা। অস্ট্রেলিয়ার রান ছিল ১ উইকেটে ৩৮। প্রথমবার আলো নিভে যাওয়ার ২ মিনিট পর আলো জ্বলে ওঠে। এরপর দুই বল খেলা হওয়ার পর ১৭.৪ ওভারের সময় ফের ফ্লাডলাইটের আলো নিভে যায়।
তবে সাময়িক সমস্যা মিটিয়ে আবার খেলা শুরু হয় দিনরাতের টেস্টে। ঐতিহাসিক এই স্টেডিয়ামে এমন ঘটনা ঘটবে তাও স্টেডিয়াম ভর্তি দর্শকের সামনে সেটা হয়তো অনেকেই কল্পনা করতে পারেননি। এই ঘটনার জেরে টিম ইন্ডিয়ার প্লেয়ারদের হাসাহাসি করতে দেখা যায়। বোলার হর্ষিত রানা বেশ বিরক্ত হন এই ঘটনার ফলে। প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ১ উইকেটে ৮৬। ভারতের থেকে ৯৪ রানে পিছিয়ে রয়েছে তারা।