খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৩ জুলাই, কলকাতা: ভোট গণনা মিটে যাওয়ার পরও রাজ্যের ২০টি বুথে ফের নির্বাচনের নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন। হাওড়ার সাঁকরাইলের ১৫টি বুথে ফের নির্বাচন হবে। কারণ হিসেবে জানা গিয়েছে, ওই বুথগুলির ব্যালট পেপার ছিনতাই হয়েছিল।
সিঙ্গুরের একটি বুথে, উত্তর ২৪ পরগনার হাবড়া ২-এর মোট ৪টি বুথের ভোট বাতিল করেছে কমিশন। নতুন করে ওই বুথগুলিতে নির্বাচন হবে বলেই খবর। হাবরা ২ ব্লকেরই ভুরকুণ্ডা গ্রামের ৩১ নম্বর বুথের তৃণমূল প্রার্থী মহাদেব। যিনি ভোটে হারছেন বুঝতে পেরে বিপক্ষের ব্যালট পেপার খেয়ে ফেলেছিলেন বলে অভিযোগ ওঠে। এইসব কারণে এখানে নতুন করে ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কমিশনের নির্দেশে যে বুথগুলিতে ভোট বাতিল হয়েছে সেগুলি হল— সাঁকরাইলের মানিকপুর ২৪৭ থেকে ২৫৪ নম্বর পর্যন্ত মোট ন’টি বুথ। সারেঙ্গার ২৬৭, ২৬৮ (দু’টি), ২৭১ (দু’টি) এবং ২৭৭ নম্বর বুথ। সিঙ্গুরের বেরাবেরির ১৩ নম্বর বুথ। এবং হাবড়া ২-এর ভুরকুণ্ডার ১৮ নম্বর বুথ (দু’টি), ৩১ নম্বর বুথ এবং ওই গুমা পঞ্চায়েত কেন্দ্রের ১২০ নম্বর বুথ। তবে কবে ভোট হবে তা নিয়ে এখনও কিছু জানানো হয়নি।