আলিপুরদুয়ার, ৩১ মেঃ মনোজিৎ নাগ বাস স্ট্যান্ড সংষ্কার কাজের শুভ সূচনা হল আলিপুরদুয়ারে। মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় আলিপুরদুয়ার পৌরসভা পক্ষ থেকে মনোজিৎ নাগ বাসস্ট্যান্ড সংষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান পুরসভার কর্তারা। রাজ্য সরকার থেকে প্রথম পর্যায়ে এই সংষ্কার জন্য পঞ্চাশ লক্ষ টাকা দেওয়া হয়েছে। এদিন ওই সংস্কারের কাজের সূচনা করা হয়। এদিন সেখানে উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর সহ পৌরসভার অন্যান্য কাউন্সিলার ও আধিকারিকরা।
এদিন এবিষয়ে আলিপুরদুয়ার পৌরসভা চেয়ারম্যান প্রসেনজিৎ কর জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আলিপুরদুয়ার মনোজিৎ বাস স্ট্যান্ড বেহাল দশা ছিল। সাধারন মানুষের কথা ভেবে আমরা সেই বাসস্ট্যান্ড সংস্কারের আবেদন জানিয়েছি। সেটা পাশ হয়ে এসেছে। রাজ্য সরকার এটি সংস্কারের জন্য প্রথম পর্যায়ে ৫০ লক্ষ টাকা বরাদ্দ করেছেন। আগামী এক বছরের মধ্যে মনোজিৎ বাসস্ট্যান্ড ঝা চকচকে নতুন ভাবে সেজে উঠবে বলে জানান তিনি।