খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৯ অক্টোবরঃ রাজ্যে নির্বাচনপূর্ব প্রস্তুতির সুর আরও তীব্র। আগামী ২ নভেম্বর থেকে শুরু হতে পারে SIR, এমন ইঙ্গিত পাওয়ার পরই নবান্নে সাংবাদিক বৈঠকে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোলাঘাটে পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া ও ঝাড়গ্রামের BLO ও ERO-AERO দের সঙ্গে কমিশনের বৈঠকের পর মুখ্যমন্ত্রী তীব্র অসন্তোষ প্রকাশ করেন।
মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, “বৈঠকের নামে বিএলওদের ডেকে হুমকি দেওয়া হচ্ছে। রাজ্য প্রশাসনকে বাদ দিয়ে কয়েকজন অফিসারকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।” এখানেই থেমে থাকেননি তিনি, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়ালের বিরুদ্ধেও বড় অভিযোগ তুলে বলেন, “বাঁশের থেকে কঞ্চি বড়! সিইওর বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, সময় এলে সব বলব। নিজেই নানা দুর্নীতিতে জড়িত।”
সবচেয়ে তাৎপর্যপূর্ণভাবে মুখ্যমন্ত্রীর দাবি, SIR-এর আড়ালে এনআরসি চালুর চেষ্টা চলছে। প্রশ্ন তুলেছেন, “ভোট এখনও ঘোষণা হয়নি, তাহলে ভিত্তি কীসের উপর জেলায় জেলায় বৈঠক?” তাঁর অভিযোগ, ভোট কাটার চক্রান্ত চলছে, এবং রাজ্যের নাগরিকদের নাম বাদ দেওয়ার পরিকল্পনা তৈরি হচ্ছে।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “এসআইআরের আগে বিজেপির এক মন্ত্রী বলে দেন দেড় কোটি নাম বাদ যাবে—ওরা কে? সংবিধান অনুযায়ী প্রত্যেকের ভোটাধিকার আছে। রাজবংশী হোক, মতুয়া হোক—একজন ভোটারের নাম বাদ গেলে পাল্টা অ্যাকশন হবে।”
অসম সরকারের তরফে বাংলার নাগরিকদের নোটিস পাঠানো নিয়েও প্রশ্ন তোলেন তিনি, এবং কমিশনের নিরপেক্ষতা নিয়ে সরাসরি সন্দেহ প্রকাশ করেন।
বুধবারের পর বৃহস্পতিবারও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, “আমি নিজে শুনেছি, স্বরাষ্ট্রমন্ত্রী মিটিংয়ে বলেছেন অনেক নাম বাদ দেও। নাম বাদ দেওয়ার ওরা কে?”
সব মিলিয়ে, SIR ঘিরে রাজনৈতিক অস্থিরতা বাড়ছে। কমিশনের প্রস্তুতি, রাজ্যের অভিযোগ এবং কেন্দ্র-রাজ্য সংঘাত—সবকিছু মিলিয়ে আসন্ন নির্বাচনের পথ আরও বিতর্কপূর্ণ হল।




