মালদা, ১৭ জানুয়ারিঃ মালদহে পৌঁছলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। আজ সকালে পুলিশ অফিসে পৌঁছন তিনি। তাঁকে স্বাগত জানাতে জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের পাশাপাশি ছিলেন জেলাশাসক নীতিন সিংহানিয়াও। সপ্তাহখানেক ধরে মালদহে টানা খুনের ঘটনা ঘটছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে নিহত হন তৃণমূলের জেলা সহ-সভাপতি দুলাল সরকার।
কালিয়াচকে নওগাঁ যদুপুরে খুন হন এক তৃণমূল কর্মী। সে খুনের ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তে শিউরে উঠেছিলেন সাধারণ মানুষ। পুলিশের ভূমিকায় ক্ষোভ উগরে দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমন অবস্থায় ডিজি জেলা পুলিশ কর্তাদের নিয়ে বৈঠকে কি বার্তা দেন, তা নিয়ে কৌতুহল পুলিশের অন্দরেই।