আদিবাসী মহিলাদের হেনস্তার অভিযোগে সরগরম মালদা, খতিয়ে দেখতে যাচ্ছে রাজ্য মহিলা কমিশন

0
23

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২২ জুলাই, কলকাতা: মালদায় দুই মহিলাকে বিবস্ত্র করে মারধরের ঘটনায় এবার মাঠে নামল রাজ্য মহিলা কমিশন। ঘটনার সত্যতা যাচাই করতে শীঘ্রই মহিলা কমিশনের সদস্যরা মালদায় যাবেন বলে জানিয়ে দিলেন চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়।

ইতিমধ্যেই ঘটনা নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে মহিলা কমিশন। পুলিশের কাছ থেকে চাওয়া হয়েছে ভাইরাল হওয়া ভিডিও ফুটেজটিও। যে ভিডিয়ো ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে যে সময় মহিলাদের উপর নির্যাতন চলেছে সেই সময় পাশেই দাঁড়িয়ে ছিল সিভিক ভলান্টিয়াররা। কিন্তু, সবটা দেখেও কেন সিভিক ভলান্টিয়াররা কোনও দায়িত্ব নিল না সেই প্রশ্ন তোলা হয়েছে কমিশনের তরফে।

সূত্রের খবর, মালদার বামনগোলা থানার পাকুয়াহাটে ভরা বাজারে পকেটমার সন্দেহে দুই মহিলাকে নগ্ন করে রাস্তায় বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। মারা হয়েছে জুতো দিয়েও। যদিও আদৌও ওই মহিলা কোনও চুরি বা ছিনতাইয়ের সঙ্গে যুক্ত ছিলেন কিনা সেই প্রশ্নের উত্তর খুঁজছে মহিলা কমিশন।

যদিও গোটা ঘটনা নিয়ে এখনও নীরব জেলা পুলিশ সুপার। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই তীব্র শোরগোল শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলেও। বাংলার সরকারকে কাঠগড়ায় তুলে তোপ দেগেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। রাজনৈতিক রং না দেখে দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here