খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২ জুলাই, বেঙ্গালুরু: উদ্বোধনের দু’দিনের মধ্যেই আবারও পাথর হামলা চালানো হল বন্দে ভারতে। ভাঙল জানলার কাচও।
শনিবার কর্নাটকের ধারওয়াড় থেকে বেঙ্গালুরুগামী বন্দে ভারতে এই হামলা চালানো হয়। ট্রেনটি ধারওয়াড় স্টেশন ছেড়ৈ দেবাঙ্গিরি স্টেশনের কাছে যেতেই বিকেল সাড়ে ৩টে থেকে ৪টের মধ্যে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে রেল। যাত্রীদের কেউ আহত না হলেও ট্রেনের জানলার কাচ ভেঙেছে। কারা হামলা চালাল, তা খতিয়ে দেখছে রেল সুরক্ষা বাহিনী। গত ২৮ জুন ধারওয়াড়-বেঙ্গালুরু বন্দে ভারতের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার ৪৮ ঘণ্টা পরই সেই বন্দে ভারতে পাথর হামলা চালানো হল। রেল জানিয়েছে, হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে। প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও কর্ণাটকে বন্দে ভারতে পাথর ছুড়ে মারা হয়েছিল।