খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৭ অগাস্ট, নয়াদিল্লিঃ কেরলে আবার চলন্ত বন্দে ভারত এক্সপ্রেসে পাথর হামলা। ভেঙেছে তিরুঅনন্তপুরমগামী বন্দে ভারতের বাতানুকূল কামরার জানলার কাচ। জানা গিয়েছে ট্রেনটি কাসারাগোদ থেকে তিরুঅনন্তপুরম যাচ্ছিল।
বুধবার বিকেলে ভাটাকারার কাছে ট্রেনের সি-৮ কামরার একটি জানলা লক্ষ্য করে পাথর ছোড়ে দুষ্কৃতীরা। ভেঙে যায় শীতাতপ নিয়ন্ত্রিত কামরার জানলার কাচ। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তবে এই ঘটনায় কারও আঘাত লাগেনি।
প্রসঙ্গত, রবিবার সন্ধ্যায় ম্যাঙ্গালুরু-চেন্নাই সুপারফাস্ট এক্সপ্রেস এবং নেত্রাবতী এক্সপ্রেসে পাথর-হামলা হয়। ভেঙে যায় দু’টি ট্রেনের বাতানুকূল কামরার বেশ কয়েকটি জানলা। তার ৭২ ঘণ্টার মধ্যে সেই কেরলেই পাথরের আঘাতে ভাঙল বন্দে ভারতের কামরার জানলার কাচ। উল্লেখ্য, দেশের বিভিন্ন প্রান্তে সেমি-হাইস্পিড ট্রেন পাথর-হামলার মুখে পড়ছে। তাতে সর্বশেষ সংযোজন কেরল।