ক্লাসে সিগারেট খাওয়ার প্রতিবাদ করায় পড়ুয়াকে মারধরের অভিযোগ স্কুলেরই ছাত্রদের বিরুদ্ধে

57

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৪ জুলাই, তুফানগঞ্জ: ক্লাসে সিগারেট খাওয়ার প্রতিবাদ করায় তুফানগঞ্জ এনএনএম হাই স্কুলের এক একাদশ শ্রেণীর ছাত্রকে মারধরের অভিযোগ উঠল স্কুলেরই দ্বাদশ শ্রেণীর ছাত্রদের বিরুদ্ধে।

প্রসঙ্গত স্কুল সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা যায় বিদ্যালয়ের বৃত্তিমূলক শাখার দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা এই ঘটনায় যুক্ত। ঘটনায় আহত ছাত্রের বাবা জানিয়েছেন, বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছে তাঁর ছেলে।

এই বিষয় নিয়ে যোগাযোগ করা হয়েছিল তুফানগঞ্জের মহকুমা শাসক বাপ্পা গোস্বামীর সাথে। তিনি গোটা বিষয়টি জানতে পেরে অবর বিদ্যালয়ে পরিদর্শক মাধ্যমিক তুফানগঞ্জকে গোটা বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন।

এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক সংবাদ মাধ্যমের সামনে কোন কিছু বলতে চাননি। তবে বিদ্যালয় পরিচালন সমিতির সদস্য তন্ময় দে জানান, উচ্ছৃঙ্খল কিছু ছাত্রের জন্যই এই ঘটনা ঘটেছে। পড়ুয়ারা সারাক্ষণ হাতে মোবাইল নিয়ে ঘুরছে। অভিভাবকদেরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।