কোটায় ফের ছাত্রের রহস্যমৃত্যু, এক সপ্তাহে এই নিয়ে তৃতীয়জন

34

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১১ অগাস্ট, কোটাঃ রাজস্থানের কোটায় ফের ছাত্রের রহস্যমৃত্যু। চলতি সপ্তাহে এই নিয়ে তৃতীয় মৃত্যুর ঘটনা ঘটল। বৃহস্পতিবার ওই ছাত্র আত্মঘাতী হয়েছে বলে দাবি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত ছাত্রের নাম মণীশ প্রজাপত (১৭)।

উত্তরপ্রদেশের আজমগড়ের বাসিন্দা ছিল ওই ছাত্র। গত ছয় মাস ধরে কোটার একটি শিক্ষা প্রতিষ্ঠানে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল সে। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট অবশ্য পাওয়া যায়নি। কী কারণে ওই ছাত্রের মৃত্যু হল, তার তদন্ত শুরু করেছে পুলিশ। আত্মহত্যা হলেও তার কারণ কী, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং– এসব শাখায় বড় বড় প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাওয়ার জন্য কোটায় প্রস্তুতি নিতে আসে হাজার হাজার পড়ুয়া। গত কয়েক দশক ধরেই সারা দেশে বেশ নামও করেছে কোটার কোচিং সেন্টারগুলি।

কিন্তু গত কয়েক বছর ধরে প্রস্তুতি নিতে আসা পড়ুয়াদের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা যেন ক্রমেই বাড়ছে। প্রতি বছরই কোটায় এই মৃত্যু মিছিল লেগে থাকে। গত বছর এই সংখ্যাটা ছিল ১৫। চলতি বছরে এই নিয়ে কোটায় মোট ২১ জন ছাত্রের আত্মহত্যার অভিযোগ উঠল।