বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে হাত উড়ল পড়ুয়ার

29

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৩০ জুলাই, বসিরহাটঃ বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে হাত উড়ল পড়ুয়ার। বসিরহাট পুরসভার ২ নম্বর ওয়ার্ডের গোলবাগানে ঘটনা। বর্তমানে আর জি কর হাসপাতালে ভর্তি রয়েছে চতুর্থ শ্রেণীর ওই ছাত্র।

স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালবেলা বাড়ির কাছে খেলছিল ওই শিশু। সেখানেই একটি বোমা পড়েছিল। শিশুটি বল ভেবে সেই বোমা নিয়ে খেলতে গেলে বিকট শব্দ করে ফেটে যায় সেটি।

তড়িঘড়ি ওই শিশুকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতার আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে। সেখানেই অস্ত্রোপচার করে শিশুর একটি হাত বাদ দেওয়া হয়।

ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বসিরহাট থানার পুলিশ। এই ঘটনার পিছনে কারা জড়িত আছে, কেই বা সেখানে বোমা ফেলে গেল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।