খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৩০ জুন, শিলিগুড়ি: স্কুলের প্রোজেক্ট করার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ নাবালক। দুশ্চিন্তায় ভুগছে পরিবার। নিখোঁজ পড়ুয়ার নাম গৌরব সাহা (১৩)। শিলিগুড়ি শহর লাগোয়া পূর্ব হাতিয়াডাঙ্গার বাসিন্দা ছিল সে। জানা গিয়েছে, বন্ধুর বাড়িতে প্রোজেক্ট করতে যাওয়ার কথা বলে গত মঙ্গলবার সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল গৌরব। কিন্তু তারপর থেকে আর কোনও খোঁজ নেই তার। সপ্তম শ্রেণির ছাত্র ছিল গৌরব। তার পরিবারের তরফে আশিঘর থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।