খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৫ ডিসেম্বর, কলকাতা: ছাত্রীদের অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগে সাসপেন্ড করা হল স্কটিশ চার্চ কলেজের এক অধ্যাপককে। ঘটনার জেরে বৃহস্পতিবার সকাল থেকে বিক্ষোভে উত্তাল কলেজ চত্বর। অভিযোগ, দিনের পর দিন হোয়াটসঅ্যাপে ছাত্রীকে অশ্লীল প্রস্তাব দিয়েছেন অধ্যাপক। তা নিয়ে কলেজের পরিবেশ তপ্ত হয়ে উঠছিল।
বুধবার সেই অশালীন চ্যাট ভাইরাল হতেই বৃহস্পতিবার সকাল থেকে কলেজের মূল ফটকের সামনে ছাত্রছাত্রীরা বিক্ষোভ শুরু করেন। কলেজের অধ্যক্ষ, সহ-অধ্যক্ষকে ঘেরাও করা হয়েছে বলে খবর। অধ্যাপকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই বিক্ষোভের জেরে অধ্যাপককে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিল কলেজ কর্তৃপক্ষ।
কলেজ সূত্রের খবর, অভিযুক্ত শারীরশিক্ষার অধ্যাপক। অভিযোগ, শারীরশিক্ষা বিভাগের ওই অধ্যাপক মূলত দরিদ্র পরিবারের ছাত্রীদেরই টার্গেট করতেন। তাঁদের বিভিন্ন জায়গায় কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিতেন। এই অছিলায় তাঁদের অশ্লীল মেসেজ পাঠাতেন বলে অভিযোগ।
সম্প্রতি কলেজের এক ছাত্রী অভিযুক্ত অধ্যাপকের এই আচরণের তীব্র প্রতিবাদ জানান। বৃহস্পতিবার বিষয়টি প্রকাশ্যে আসে। অধ্যাপকের সেই ‘অশ্লীল’ চ্যাট ভাইরাল হয়ে যায়। সকলেই জানতে পারেন ঘটনা। আর জানা যায়, এরকম মেসেজ একাধিক ছাত্রীকে পাঠিয়েছেন তিনি।
তবে লোক লজ্জার ভয়ে এবং যেহেতু কলেজের অধ্যাপক, তাই নিজেদের ভবিষ্যতের কথা ভেবে এতদিন বাকিরা চুপ ছিলেন বলে দাবি করেন। বৃহস্পতিবার সকাল থেকে কলেজ গেটের সামনে তাঁরা সুবিচারের দাবিতে বিক্ষোভ শুরু করেন পড়ুয়ারা। পড়ুয়াদের বিক্ষোভে ঘেরাও হয়ে কলেজেই আটকে পড়েন অধ্যক্ষ, সহ-অধ্যক্ষ। বিক্ষোভের জেরে ওই অধ্যাপককে সাসপেন্ড করা হয়েছে।