খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৫ অগাস্ট, কলকাতাঃ গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেলেন আসানসোলের দুই কলেজ পড়ুয়া। শনিবার দুপুরে হাওড়া স্টেশনের উল্টোদিকে চাঁদমারি ঘাটের ঘটনা।
জানা গিয়েছে, কলকাতায় ঘুরতে এসেছিলেন আসানসোলের তিন কলেজ পড়ুয়া। হাওড়া স্টেশনে নামার পর গঙ্গার ঘাটে ঘুরতে যান তিনজনেই। তখন স্নান করতে নামেন বছর কুড়ির ইন্দ্রজিৎ মাহাতো ও সৌমেন ধর। আরেক বন্ধু অভিজিৎ ঘাটেই দাঁড়িয়েছিলেন। তিনিই প্রথম বুঝতে পারেন দুই বন্ধু তলিয়ে যাচ্ছেন।
সঙ্গে সঙ্গে তিনি হাওড়া স্টেশনের ট্রাফিক গার্ডকে খবর দেন। খবর দেওয়া হয় কলকাতা পুলিশের রিভার ট্রাফিক দফরে। ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছয় পুলিশ। সঙ্গে সঙ্গে বিপর্যয় মোকাবিলা দপ্তর ও রিভার ট্রাফিক পুলিশকেও জানানো হয়। তারপরেই খোঁজ শুরু হয়েছে।
ইন্দ্রজিৎ ম্যানেজমেন্টের ছাত্র থাকেন আসানসোলের মহিশিলায়। সৌমেনের বাড়ি আসানসোলের চেলিডাঙায়। তিনি স্নাতক স্তরের দ্বিতীয় বর্ষের ছাত্র। পুলিশের প্রাথমিক অনুমান, জলের তোড়ে ভেসে গেছেন দুইজনেই। সন্ধে পর্যন্ত তাঁদের খোঁজ মেলেনি। ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে পরিবারকে।