মাথাভাঙ্গা, ৪ সেপ্টেম্বরঃ আগামীকাল ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। আর শিক্ষক দিবসে শিক্ষকদের উপহার দিতেই ভিড় বিভিন্ন দোকানে। কেউ কিছু ডাইরি কেউ বা ফটো ফ্রেম কেউ আবার কিনছে নামিদামি কোম্পানির কলম। এরই মধ্যে অভিনব উপায়ে শিক্ষক শিক্ষিকাদের উপহার দিতে দেখা গেল মাথাভাঙ্গা হাই স্কুলের ছাত্র-ছাত্রীদের। কি সেই উপহার জানলে আপনি একটু অবাকই হবেন। গোটা স্কুল ক্যাম্পাস ঝাড়ু দিয়ে নিজেরাই পরিষ্কার করে ঝা চকচকে করে উপহার দিবে গতকাল এমনটাই পরিকল্পনা করেছে স্কুলের ছাত্র-ছাত্রীরা।
শুধু এখানেই থেমে নয় তাদের উদ্যোগে রয়েছে বসে আঁকো প্রতিযোগিতা, বৃক্ষরোপণ সহ বিভিন্ন কর্মসূচি। একাদশ শ্রেণীর ছাত্রী সোনালীকা বর্মন জানান, শিক্ষক দিবসে অনেকেই অনেক ধরনের উপহার শিক্ষকের জন্য এনে থাকে। তবে আমরা সেই দিকে না গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন স্কুল ক্যাম্পাস শিক্ষকদের উপহার করব আগামীকাল। তারই প্রস্তুতি নিয়ে আমরা ছাত্র-ছাত্রীরা সকলে মিলে স্কুল ক্যাম্পাস পরিষ্কারের কাজে যুক্ত হয়েছি। এছাড়াও আগামীকাল বিভিন্ন অনুষ্ঠান শিক্ষকদের কে নিয়ে করা হবে।
এন এস এস ইউনিট এর প্রোগ্রাম অফিসার শিক্ষক শ্যামল পাল বলেন, সমস্ত কিছুই আমার কাছে অজানা। ছাত্র ছাত্রীদের এই সমস্তটাই জানে আমাদের কাছে পুরোটাই সারপ্রাইজ হিসাবে আসবে। তবে প্রোগ্রাম অফিসার হিসাবে তাদের সহযোগিতা করছি।