খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৪ জুলাই, ধূপগুড়ি: ভর্তি ফি কমানোর দাবিতে কলেজ অধ্যক্ষকে ঘিরে বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের। পরবর্তীতে পড়ুয়াদের জাতীয় সড়ক অবরোধ। ধূপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয়ের প্রথম ভর্তি ফি কমানোর দাবিতে আন্দোলন সামিল হয় ধূপগুড়ির ব্লক তৃণমূল ছাত্র পরিষদ।
অভিযোগ অন্যান্য কলেজের থেকে সুকান্ত মহাবিদ্যালয়ের সেমিস্টারের ফি বেশি নেওয়া হচ্ছে।যা নিয়ে পড়ুয়াদের মধ্যেই অসন্তোষ দানা বাঁধে।সোমবার কলেজ খুলতেই তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বে অধ্যক্ষের ঘরের সামনে চলে বিক্ষোভ।সেমিস্টারের ফি কমানোর দাবিতে বৈঠক চলে অধ্যক্ষের ঘরে।
তবে দীর্ঘক্ষণ ধরে চলা বৈঠকে সমস্যার সমাধান না হতেই পড়ুয়ারা ধূপগুড়ি থেকে ফালাকাটাগামী জাতীয় সড়ক অবরোধ করে। প্রায় ২০ মিনিট ধরে চলে অবরোধ। অবরোধের জেরে জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা সহ পুলিশ বাহিনী। পরবর্তী বৈঠকে উপস্থিত হন স্থানীয় তৃণমূল নেতারা। সেমিস্টারের ফি কমানোর আশ্বাস পেলে অবরোধ উঠে যায়।