২১ জুলাইয়ের সমাবেশের শেষলগ্নে আচমকা হাজির সপুত্র মুকুল

0
84

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২১ জুলাই, কলকাতাঃ তৃণমূলের ২১ জুলাইয়ের শহিদ সমাবেশের শেষ লগ্নে সভামঞ্চের কাছে আচমকা দেখা গেল মুকুল রায়কে। সঙ্গে ছিলেন ছেলে শুভ্রাংশুও। তৃণমূলের সভায় তাঁকে দেখে চমকে যান অনেকে। অনেকে আবার সৌজন্য বিনিময়ও করেন।

শুক্রবার যখন সমাবেশ প্রায় শেষের দিকে, শেষ বক্তা হিসাবে বক্তৃতা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই একটি সাদা গাড়িতে চেপে মঞ্চের পিছনে এসে নামতে দেখা যায় মুকুলকে। পুত্র শুভ্রাংশু এগিয়ে এসে উদ্যোগী হয়ে বাবাকে মঞ্চের দিকে নিয়ে যান। যদিও মঞ্চে ওঠেননি মুকুল। এদিন মুকুলের পরনে ছিল সাদা পাজামা পাঞ্জাবি।

গত বছর ২১ জুলাইয়ের সমাবেশেও এসেছিলেন মুকুল। সে বারও মঞ্চে ওঠেননি তিনি। নীচে বসে থেকে পরিচিতদের সঙ্গে সাক্ষাৎ করে ফিরে গিয়েছিলেন। সভা শেষে বেরিয়ে যাওয়ার সময় মুকুলকে প্রশ্ন করা হয়, মুখ্যমন্ত্রীর সঙ্গে কি তাঁর দেখা হয়েছে? জবাবে মুকুল জানান, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হয়েছে। তবে কথা হয়নি।

প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন মুকুল রায়। একুশের বিধানসভা ভোটে কৃষ্ণনগর উত্তর থেকে বিজেপির টিকিটে জয়ীও হন তিনি। ফল প্রকাশের কিছুদিন পরেই তৃণমূলে ফিরে আসেন মুকুল।

এর কিছুদিন পর থেকেই অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁর অসংলগ্ন কথাবার্তার জেরে বারে বারে অস্বস্তিতে পড়েছে দল। অসুস্থতার কারণে গত বছরের জুন মাসে বিধানসভার পিএসি চেয়ারম্যান পদ থেকেও ইস্তফা দেন মুকুল।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here