খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১১ জুলাই, বাঁকুড়াঃ বাঁকুড়ার জেলা পরিষদের নির্বাচনে জয়ী হলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল। প্রায় ১৮ হাজার ভোটের ব্যবধানে জিতেছেন তিনি। বাঁকুড়ার জয়পুর থেকে জেলা পরিষদের প্রার্থী হয়েছিলেন সুজাতা। জয় পেয়ে তিনি জানালেন, ‘এ জয় মানুষের জয়৷’ জয়ী হওয়ার পর আবির খেলায় মাতলেন তিনি।
এর আগেও ২০২১ সালে বিধানসভা নির্বাচনে আরামবাগ কেন্দ্রে তাঁকে প্রার্থী করে তৃণমূল। কিন্তু সেবার তিনি জিততে পারেননি। বাংলার রাজনীতিতে প্রথমে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের স্ত্রী হিসাবেই পরিচিত ছিলেন সুজাতা। তৃণমূল ছেড়ে বিজেপিতে যান সৌমিত্র। স্বামীর সঙ্গেই তৃণমূল ছাড়েন সুজাতাও। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময়ে আদালতের নির্দেশে নিজের এলাকায় যেতেই পারেননি সৌমিত্র। একা হাতে প্রচার সামলেছিলেন সুজাতা। জেতেন সৌমিত্র। কিন্তু সেই সৌমিত্র এখন সুজাতার প্রাক্তন স্বামী। কিছুদিন আগেই তাঁদের বিবাহবিচ্ছেদ হয়েছে।
এবার প্রথমবার পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হন সুজাতা। প্রাক্তন স্বামী বিজেপিতে থাকলেও সুজাতা তৃণমূলে ফিরে আসেন। এবার জেলা পরিষদে তিনি তৃণমূলের টিকিটে জয়ী হলেন।