অসুস্থতার কারণ দেখিয়ে বৃহস্পতিতেও আদালতের হাজিরা এড়ালেন কালীঘাটের কাকু, এই নিয়ে চতুর্থবার

27

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৫ ডিসেম্বর, কলকাতা: অসুস্হতার কারণ দেখিয়ে বৃহস্পতিবারও আদালতে হাজিরা দিলেন না ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে হেফাজতে চেয়ে নতুন করে আবেদন জানিয়েছে সিবিআই। ‘কাকু’কে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু বৃহস্পতিবারও আদালতে জানানো হল, ‘কাকু’ অসুস্থ। তাই তাঁকে হাজির করানো যায়নি।

বর্তমানে তিনি প্রেসিডেন্সি জেলে রয়েছেন। সেখানকার হাসপাতালেই তাঁর চিকিৎসা চলছে। এই নিয়ে পর পর চতুর্থ বার ‘কাকু’ হাজিরা এড়ালেন। নিয়োগ দুর্নীতি মামলায় আগেই ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন কালীঘাটের কাকু। সিবিআইয়ের হাতে গ্রেপ্তারের আশঙ্কায় হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। এদিকে সিবিআই তাঁকে হেফাজতে চেয়েছে বিচারভবনে আবেদন করেছে।

বৃহস্পতিবার সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই আদালতে হাজির হওয়ার কথা ছিল সুজয়কৃষ্ণ ভদ্রের। এর আগে একাধিক বার হাজিরা এড়ানোর পর জেল কর্তৃপক্ষ ‘কাকু’র মেডিক্যাল রিপোর্ট আদালতে জমা দিয়েছেন। তাতে বলা হয়েছে, ‘কাকু’র পেটে ব্যথা এবং তিনি দুর্বল। তাই আদালতে সশরীরে হাজিরা দিতে পারছেন না। বৃহস্পতিবারও একই কথা জানানো হল। কেন বারে বারে সিবিআইকে এড়িয়ে যাচ্ছেন কালীঘাটের কাকু?

আইনজ্ঞদের একাংশের মতে, ইডির পর পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই যেভাবে গ্রেফতার করেছে, একইভাবে সুজয়কৃষ্ণকেও গ্রেফতার করা হতে পারে। এই আশঙ্কা থেকেই সম্ভবত সিবিআইকে এড়িয়ে যাচ্ছেন সুজয়কৃষ্ণ। ইতিমধ্যে আগাম জামিন চেয়ে আদালতে আবেদনও করেছেন সুজয়কৃষ্ণর আইনজীবী সেলিম রহমান। ওই মামলার শুনানি না হওয়া পর্যন্ত সিবিআইয়ের আবেদন স্থগিত রাখার দাবিও এদিন তিনি জানান। তবে এ ব্যাপারে আদালত এদিন  কোনও সিদ্ধান্ত জানায়নি। নিয়োগ দুর্নীতি মামলায় গত বছরের ৩০ মে সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করে ইডি।