খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৭ জুলাই, মাথাভাঙ্গা: স্ত্রীর মৃত্যুর পর প্যারোলে মুক্তি পেয়েছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। ১৬ জুলাই তাঁর প্যারোলের মেয়াদ শেষ হয়। সোমবার সকালে জেলে ফিরেই আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। বমি করেন তিনি। এ ছাড়া, তাঁর বুকে ব্যথাও হয়। সংশোধনাগারের চিকিৎসক সুজয়ের স্বাস্থ্যপরীক্ষা করেন। দেখা যায়, তাঁর রক্তচাপ এবং অক্সিজেনের মাত্রায় কিছু তারতম্য হয়েছে। তার পর সাড়ে ১১টা নাগাদ এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় ‘কালীঘাটের কাকু’কে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আপাতত সুজয়কে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা। তাঁর ইসিজি করার পরামর্শও দেওয়া হয়েছে।
রাজ্যে শিক্ষায় নিয়োগ দুর্নীতিকাণ্ডে গত ৩০ মে প্রায় ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’ সুজকৃষ্ণকে গ্রেপ্তার করে ইডি। তিনি জেলবন্দি থাকাকালীন জুন মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সুজয়কৃষ্ণ ভদ্রের স্ত্রী বীণা ভদ্রর। স্ত্রীর শেষকৃত্যের জন্য সাময়িকভাবে জেল থেকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল কালীঘাটের কাকুকে।