খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১২ জুলাই, কলকাতা: প্রয়াত হলেন রাজ্যসভার বিদায়ী সাংসদ সুখেন্দুশেখর রায়ের স্ত্রী মহাশ্বেতা রায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন তিনি। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। বুধবার সেখানেই মৃত্যু হয় তাঁর।
এদিন রাজ্যসভায় তৃণমূল প্রার্থী হিসাবে মনোনয়ন দেওয়ার সময়েই তিনি তাঁর স্ত্রীর মৃত্যুর খবর জানতে পারেন। চিকিৎসকরা জানিয়েছেন, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ায় ভুগছিলেন তিনি।ঘটনায় শোক জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । একমাত্র মেয়ে, জামাই এবং নাতনিকে রেখে গিয়েছেন তিনি। রাতেই কেওড়াতলা মহাশশ্মানে শেষকৃত্য হওয়ার কথা মহাশ্বেতা দেবীর।