খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৮ অগাস্ট, বেঙ্গালুরুঃ ডেঙ্গিতে আক্রান্ত হলেন সুনীল ছেত্রীর স্ত্রী সোনম। জানা গিয়েছে, বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। রবিবার অন্তঃসত্ত্বা সোনমকে হাসপাতালে ভর্তি করানো হয় বলে জানিয়েছেন তাঁর দাদা সাহেব ভট্টাচার্য।
স্ত্রীর অসুস্থতার কারণে ভারতের কোচ ইগর স্টিমাচের কাছ থেকে ছুটি নিয়েছেন সুনীল। সোমবার সোনমের অক্সিজেন স্যাচুরেশন লেভেল অনেকটাই নেমে গিয়েছিল বলে জানা গেছে। তবে আপাতত সুস্থ রয়েছেন ভারত অধিনায়কের স্ত্রী।
জানা গিয়েছে, ভারতের ফুটবল আইকন সুনীল ছেত্রীর স্ত্রী সোনম ভট্টাচার্য ছেত্রী সেপ্টেম্বরেই মা হতে চলেছেন। গত ১২ জুন আন্তর্মহাদেশীয় কাপে ভানুয়াটুর বিরুদ্ধে গোল করার পর সুনীল জানিয়েছিলেন যে, বাবা হতে চলেছেন তিনি। কিছুদিন আগে স্ত্রী সোনমের সাধ আয়োজিত হয়েছিল।
সুনীলের শ্যালক তথা অভিনেতা সাহেব ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন৷ সেখানে হবু বাবা সুনীল ও হবু মা সোনমকে দেখা গিয়েছে বিশেষ পুজো অনুষ্ঠানে। এশিয়ান গেমসের দলে রয়েছেন সুনীল। চিনে হবে এ বারের এশিয়া কাপ। সেখানে খেলতে যাওয়ার কথা তাঁর।
সামনেই এশিয়ান গেমস। এরআগে অবশ্য রয়েছে কিংস কাপ। এশিয়ান গেমসে সুনীলের নেতৃত্বে খেলতে নামবে ভারতীয় দল। তবে কিংস কাপে খেলবেন না সুনীল। সেই সময় সন্তান জন্মের সম্ভাবনা রয়েছে সোনমের। তাই আগে থেকেই ছুটি নিয়ে রেখেছেন তিনি।