স্বস্তিতে অভিষেক-রুজিরা, ইডিকে লুক আউট নোটিশ তুলে নিতে সুপ্রিম নির্দেশ

41

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৮ জুলাই, কলকাতা: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডির জারি করা ‘লুক আউট’ নোটিশ তুলে নেওয়ার নির্দেশ দিল সুপ্রিমকোর্ট। শুক্রবার বিচারপতি সঞ্জয় কিসান কউল এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে।

বিদেশ যেতে বাধা দেওয়া হচ্ছে কারণ ছাড়াই, এই অভিযোগ তুলে দেশের শীর্ষ আদালতে গিয়েছিলেন অভিষেক পত্নী।  আজ দেশের শীর্ষ আদালতে সস্ত্রীক অভিষেক ব্যানার্জির বিদেশ যাত্রার মামলার শুনানি ছিল। বিচারপতি সঞ্জয় কিসন কউল এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চে শুনানি হয়।

সূত্রের খবর, ওই মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে সুপ্রিম কোর্ট অভিষেক-রুজিরার বিরুদ্ধে লুকআউট সার্কুলার প্রত্যাহারের নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, বিদেশ যাওয়ার এক সপ্তাহ আগে ইডিকে জানাতে হবে।

এই মুহূর্তে নিজের চিকিৎসার জন্য বিদেশে রয়েছেন অভিষেক, সঙ্গে রয়েছেন স্ত্রী রুজিরাও। তবে এর আগে ৫ জুন বিদেশ যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে বাধার মুখে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা ও তাঁর সন্তানরা। সেবার বিদেশ না গিয়ে ফিরতে হয়েছিল তাঁদের। ইডির আপত্তিতেই রুজিরার বিদেশযাত্রা হয়নি সেবার। তাঁর বিরুদ্ধে তদন্ত চলায় দেশ ছেড়ে যেতে পারবেন না, এমনই বলা হয়েছিল ইডির তরফে।

আগের দিন এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে জানতে চেয়েছিল কেন বাধা দেওয়া হয়েছে রুজিরাকে, কেনই বা জারি লুকআউট নোটিস? শুক্রবার এর কারণ আদালতে জানানোর নির্দেশ দেওয়া হয়েছিল। একই সঙ্গে জানানো হয়েছিল অভিষেককে বিদেশ যাত্রায় বাধা দেওয়া যাবে না।

আজ মামলার শুনানিতে ইডি জানায়, অভিষেক ব্যানার্জি এই মুহূর্তে বিদেশে রয়েছেন। সুপ্রিম কোর্ট এদিন নির্দেশ দিয়েছে, রুজিরা-অভিষেকের বিদেশ যাত্রায় কোনও বাধা থাকবে না। এক সপ্তাহ আগে তাঁরা অনুমতি চাইলেই হবে।