নিয়োগ দুর্নীতিতে অভিষেকের বিরুদ্ধে তদন্ত চলবে, হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত

73

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৮ ডিসেম্বরঃ প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। শুক্রবার শীর্ষ আদালত জানিয়ে দিল, বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চ এবং বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের নির্দেশে কোনও হস্তক্ষেপ করা হবে না। তবে ইডিকে আইন মেনে কাজ করতে হবে। আইনের বাইরে গিয়ে কিছু করা যাবে না।

কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ। একক বেঞ্চ তদন্তে হস্তক্ষেপ করছে বলে অভিযোগ ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাঁর অভিযোগ, একক বেঞ্চ ইডির তদন্তে তদারকি করছে এবং তাঁর মা, বাবাকেও জড়িয়ে ফেলা হচ্ছে।

এরপরই বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান অভিষেক। শুক্রবার বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি এসভিএন ভাট্টির ডিভিশন বেঞ্চ অভিষেকের আবেদন খারিজ করে দেয়। তবে দেশের শীর্ষ আদালত জানিয়ে দিল তারা এই মামলায় হস্তক্ষেপ করবে না।