খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১ জুলাই, ধূপগুড়িঃ ভোট প্রচারে ধূপগুড়িতে আসতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ক্লাবের মাঠে চলছে জোর কদমে প্রস্তুতি। এদিন সেই মাঠ এবং মঞ্চ পরিদর্শনে এলেন পুলিশ আধিকারিক সহ বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী ও অন্যান্য নেতাকর্মীরা।
পঞ্চায়েত নির্বাচনের আর মাত্র হাতে গোনা কয়েক দিন বাকি। প্রতিটি দলের তরফেই চলছে ব্যাপক ভোট প্রচার। একদিকে ভোটারদের বাড়িতে গিয়ে, সোশ্যাল মিডিয়ায়, রাস্তায় ঘাটে প্রায় সব জায়গাতেই চলছে বিভিন্ন দলের নেতাকর্মীদের ভোট প্রচার ও রাজনৈতিক আলোচনা। অন্যদিকে শান্তিপূর্ণ ভোট করার লক্ষ্যে রাজ্যে পৌঁছে গেছে কেন্দ্রীয় বাহিনী। চলছে রুট মার্চ। কিছু এলাকায় প্রায় প্রতিদিনই ঘটেই চলেছে অশান্তি। আর এরই মাঝে আগামী ৩ জুলাই ধূপগুড়ির কালির হাটে আসছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাজার হাজার লোকের সমাবেশ হবে বলে আশা করছেন বিজেপি নেতা কর্মীরা।
আর যে মাঠে সভা করতে আসছেন শুভেন্দু সেই মাঠে একদিকে চলছে মঞ্চ তৈরির কাজ অন্যদিকে পার্কিংয়ের জায়গা নিয়ে চিন্তা বেড়েছে। বাজারের ঢিল ছোড়া দূরত্বে এই মাঠে যাওয়ার একমাত্র বেহাল রাস্তায় বালি ফেলে রাস্তা তৈরি করা হচ্ছে। চলছে সেই মাঠ পরিষ্কারের কাজও।