খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৮ জুলাই, কলকাতা: আদালতের নির্দেশ সত্ত্বেও শান্তিপূর্ণ পঞ্চায়েত ভোট হল না। বেলাগাম সন্ত্রাসে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে এবার কমিশনের মূল গেটে প্রতীকী তালা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। দুপুরেই হুঁশিয়ারি দিয়েছিলেন, নন্দীগ্রাম থেকে কমিশনের অফিসে আসছেন তিনি। সেই মতোই শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ নির্বাচন কমিশনের অফিসে এসে পৌঁছান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, একতলায় রাজীব সিনহার ঘরে বেশ কিছুক্ষণ চিৎকার চেঁচামেচির পর কমিশনের মূল ফটকে তালা মেরে দেন শুভেন্দু।
সেই নিয়ে তুমুল হইচই শুরু হয়। যদিও তালা লাগানোর এক মিনিটের মধ্যেই সেই তালা খুলে ফেলে পুলিশ। পরে সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু। পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের তীব্র প্রতিবাদ করেন তিনি। এরপরেই জানান নির্বাচন বাতিলের দাবিতে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্হ হবেন তিনি।