খুনের চেষ্টা? যাদবপুরে অশান্তির ঘটনায় এফআইআর দায়ের শুভেন্দুর

75

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৮ অগাস্ট, কলকাতা: যাদবপুরে অশান্তির ঘটনায় এবার পুলিশের দ্বারস্থ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযোগ, যাদবপুরে যুবমোর্চার সভা থেকে ফেরার সময় তাঁর উপর ‘পূর্বপরিকল্পিত’ হামলা চালানো হয়েছে। তাঁকে খুনের চেষ্টা করা হয়েছিল। টুইটে এফআইআরের কথা জানিয়েছেন তিনি।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুতে প্রতিবাদে বৃহস্পতিবার ৮বি বাসস্ট্যান্ডে যুব মোর্চার অবস্থানে যোগ দিয়েছিলেন শুভেন্দু।  সেখানে সভার পরে তাঁকে কালো পতাকা দেখানোর অভিযোগ ওঠে আরএসএফ-এর বিরুদ্ধে। এরপরই বাঁধে ধুন্ধমার। আক্রমণ পালটা আক্রমণ চলে।

শুভেন্দুর অভিযোগ, বিকেল ৫টা ৪০ মিনিটে সভামঞ্চ ছাড়ার সময় তাঁর উপর হামলা চালান কয়েক জন। তাঁর গাড়িতে পাথরও ছোড়া হয়েছে। তাঁকে শারীরিক হেনস্থা করা হয়েছে বলেও অভিযোগ তুলেছেন শুভেন্দু। পুলিশে দায়ের করা অভিযোগে বিরোধী দলনেতার দাবি, দুষ্কৃতীদের কাছে আগ্নেয়াস্ত্রও থাকতে পারত।

তাঁর নিরাপত্তারক্ষীদের সহযোগিতায় ঘটনাস্থল থেকে বেরিয়ে আসতে পেরেছেন বলে দাবি করেন শুভেন্দু অধিকারী। প্রাণের ঝুঁকি নিয়ে বেরিয়ে আসতে হয়েছে বলেও দাবি তাঁর। একইসঙ্গে শুভেন্দু তাঁর অভিযোগপত্রে লিখেছেন, আরএসএফ মাওবাদীদের সেই সংগঠন যা ভারতে নিষিদ্ধ।

১৪৭, ১৪৮, ১৪৯, ৩০৭, ৩৪১, ৩৪২, ৫০৬, ১২০বি , ৩৪ এবং ইউপিএ প্রয়োগ করার জন্য যাদবপুর থানার ওসিকে লিখিত অভিযোগে জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। অন্যদিকে যাদবপুরের ঘটনায় এবার রিপোর্ট তলব করল জাতীয় শিশু সুরক্ষা কমিশন। ৭ দিনের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে।