খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২ জুলাই, শিলিগুড়ি: ‘উত্তরবঙ্গ থেকে পিসি ও ভাইপোর কোম্পানি অনেকদিন আগেই শেষ হয়ে গিয়েছে সেই কারণে উত্তরবঙ্গ নামের সঙ্গে ওঁদের খুব রাগ’, বাগডোগরায় নেমে ঠিক এই ভাষাতেই কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পঞ্চায়েত নির্বাচনের প্রচারে রবিবার কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখান থেকে সড়কপথে তিনি বীরপাড়া যাবেন। সেখানেই একটি নির্বাচনী সভায় অংশগ্রহণ করবেন শুভেন্দু।
বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘পিসি এবং ভাইপো বলেন উত্তরবঙ্গ কী, উত্তরবঙ্গ বলে আমরা কোনও কিছু মানি না। কারণ উত্তরবঙ্গ বরাবরই তাদেরকে নিরাশ করেছে আর সেই কারণেই পিসি আর ভাইপো উত্তরবঙ্গের কথা শুনলেই রেগে যান। বাক্স বদল ও ভোট লুঠ না করে কিছু হবে না।’ তিনি আরও বলেন, ‘পঞ্চায়েত নির্বাচনী প্রচারে এবারই প্রথম কেউ হেলিকপ্টার ব্যবহার করছেন। কোনও পঞ্চায়েত ভোটে এইরকম আমরা দেখিনি।’ কেন্দ্রীয় বাহিনী প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী আসেনি, কেন্দ্রীয় বাহিনী এসেছে হাইকোর্টের নির্দেশে সুতরাং কোথায় কেন্দ্রীয় বাহিনী থাকবে তা বলার অধিকার একমাত্র হাইকোর্টেরই রয়েছে।’ উপাচার্য থাকাকালীন ওম প্রকাশ মিশ্র উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অনেক দুর্নীতি করেছেন, তার তদন্তের ভার দেওয়া হয়েছে রেজিস্ট্রারকে সেই প্রসঙ্গে বিরোধী দলনেতার বক্তব্য, ‘রিপোর্ট তৈরি করার ক্ষমতা রেজিস্ট্রারের নেই ফলে ওম প্রকাশ মিশ্রের পক্ষেই যাবে রায়।’