খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৫ জুলাই: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ের দল ঘোষণা করল ভারত। সুযোগ পেলেন না রিঙ্কু সিং। বরং রবি বিষ্ণোইকে ডাকা হয়েছে। ক্যারিবিয়ান সফরের টি ২০ দলে নেই বিরাট কোহলি ও রোহিত শর্মাও। তাঁদের মতো সিনিয়রদের বিশ্রাম দেওয়া হয়েছে।
অধিনায়ক করা হয়েছে হার্দিক পাণ্ডিয়াকে।
সহ-অধিনায়ক সূর্যকুমার যাদব। আইপিএলে ভাল খেলার পরেও রিঙ্কু কেন দলে নেই, সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় নির্বাচকদের সমালোচনা শুরু হয়ে গিয়েছে।
ভারতের টি ২০ দল : হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), সূর্যকুমার যাদব (সহ অধিনায়ক), ঈশান পোড়েল (উইকেটরক্ষক), শুভমান গিল, যশস্বী জয়সোয়াল, তিলক ভার্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, যজুবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, উমরান মালিক, মুকেশ কুমার ও আবেশ খান।