খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১০ জুলাই, শিলিগুড়িঃ লাগাতার বাড়ছে শাকসবজির দাম। চড়া দামে বিকোচ্ছে লঙ্কা, টমেটো সহ নানা সবজি। এর কারণ খতিয়ে দেখতে শিলিগুড়ির বিভিন্ন সবজি বাজারে বিশেষ অভিযান চালালো রাজ্য কৃষিবিভাগের শিলিগুড়ি শাখার আধিকারিকদের নিয়ে তৈরি টাস্ক ফোর্স।
সোমবার সকালে শিলিগুড়ির বিধান মার্কেট, চম্পাসারী বাজার, মহাবীরস্থান বাজার সহ নানা বাজার ঘুরে দেখেন আধিকারিকেরা। কোথাও কোনো ব্যবসায়ী সবজি মজুত করে রেখে অল্প সবজি বাজারে এনে তা চড়া দামে বিক্রি করছেন কিনা সেই বিষয়টি খতিয়ে দেখেন তারা। তবে, বর্ষার জন্যই দাম বেড়েছে বলে প্রাথমিকভাবে অনুমান আধিকারিকদের। টাস্ক ফোর্সের এই বিশেষ অভিযান লাগাতার চলবে বলে জানা গিয়েছে।