খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৬ জুন, কলকাতা: বিবাহ রেজিস্ট্রেশনের ঝামেলা কমাতে এবার ‘তৎকাল বিয়ে’ শুরু হতে চলেছে রাজ্যে। দিল্লিতে এই নিয়ম বহু আগেই চালু হয়েছে। এবার তা এই রাজ্যেও শুরু হতে চলেছে। বর্তমানে হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী, সামাজিক বিয়ের পর আবেদন করলে রেজিস্ট্রির জন্য দিন সাতেক সময় লাগে। এরপর অষ্টম দিনে রেজিস্ট্রি করতে পারেন নতুন দম্পতি। এবার তা কমে মাত্র একদিনের মধ্যেই হয়ে যাবে। প্রসঙ্গত, অনেকেই সামাজিক বিয়ের দিন অথবা তারও আগে রেজিস্ট্রি করে ফেলেন। তাঁদের জন্য স্পেশাল ম্যারেজ অ্যাক্টের ১৩ নম্বর ধারায় ন্যূনতম ৩০দিন আগে এই রেজিস্ট্রির আবেদন করতে হয়। কিন্তু তৎকাল বিয়ে চালু হলে সেটাও একদিনের মধ্যেই সেরে ফেলতে পারবেন দম্পতি। এর ফলে তাঁদের অহেতুক সময় নষ্ট হবে না। তবে এই নিয়ম শুধুমাত্র হিন্দু ম্যারেজ অ্যাক্টের ক্ষেত্রেই প্রযোজ্য।
সূত্রের খবর, এই বিবাহ নিয়ম বদলের খসড়া ইতিমধ্যেই প্রস্তুত হয়ে গিয়েছে। মন্ত্রিসভার অনুমোদন পেলেই তা বলবৎ হয়ে যাবে আমাদের রাজ্যে। অন্যদিকে, লং ডিস্টেন্স কাপলদের জন্য সুবিধা আনছে রাজ্য সরকার। যে সকল যুগলরা বিদেশে বসবাস করেন তারা অনলাইনে বিবাহ রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারবেন। সব ঠিকঠাক থাকলে আগামী বছরের গোড়াতেই এই নয়া পরিষেবা চালু হয়ে যাবে এ রাজ্যে।