নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে তলব ইডির।

0
220
  • খবরিয়া ২৪ নিউজ ডেস্ক: কাল অভিষেকপত্নী রুজিরাকে প্রায় ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে ইডি।
  • তার পরই সন্ধের দিকে সুত্র মারফত জানা যায়, আগামী মঙ্গলবার ১৩ জুন সিজিও কমপ্লেক্সে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তলব করা হয়েছে।সিবিআইয়ের পর এবার নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে নোটিস পাঠালো  ইডি।
  • সুত্রের খবর আগামী মঙ্গলবার  অভিষেক ব্যানার্জীকে সিজিওকমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে ইডি শিক্ষা দুর্নীতি মামলার ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য।
  • এদিকে ইডির হেফাজতে রয়েছে কালিঘাটের কাকু আগামী ১৪ তারিখ পর্যন্ত তাকে ইডির হেফাজতে থাকতে হবে।
  • এদিকে ১৩ জুন অভিষেক কে ডাকা হয়েছে। কালীঘাটের কাকুর হেফাজত শেষের আগের দিন অভিষেক কে তলব।
  • এতেই জল্পনা তৈরী হয়েছে যে তাহলে কি দুজনকে সামনা সামনি বসিয়ে জেরা করবে ইডি।
  • সেই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে গোটা রাজনীতি মহলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here